গাইবান্ধা প্রতিনিধি
‘যুবরা লড়বে নতুন পৃথিবী গড়ব্য়েঁড়ঃ; শ্লোগান আর যুব অধিকার প্রতিষ্ঠায় এই
শ্লোগানে জাতীয় যুব জোট গাইবান্ধা জেলা শাখার সম্মেলন গতকাল শনিবার
বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে জাতীয় ও দলীয়
পতাকা উত্তোলন, কর্ণেল তাহেরের প্রতিকৃতিতে মাল্যদান, বর্ণাঢ্য র্যালী,
আলোচনা সভা।
জাতীয় যুব জোটের জেলা সভাপতি এসএম খাদেমুল ইসলাম খুদির সভাপতিত্বে
ও সংগঠনের সাধারন স¤পাদক সুজন প্রসাদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান
অতিথি ছিলেন জাতীয় যুব জোটের কেন্ত্রীয় সভাপতি রোকনুজ্জামান রোকন।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির
কৃষি ও সমবায় বিষয়ক স¤পাদক প্রদীপ কুমার রায়, জাসদ কেন্দ্রীয় কমিটির
উপদেষ্টা ডা.একরাম হোসেন, জেলা জাসদ সভাপতি শাহ শরিফুল ইসলাম বাবলু,
সাধারন স¤পাদক গোলাম মারুফ মনা, সহ-সভাপতি জিয়াউল হক জনি, যুগ্ম
স¤পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু প্রমুখ। বক্তারা সরকারী কাজে অপচয়
অপব্যয়-দুর্নীতি-লুটপাট বন্ধ, বেকারদের কাজ ও চাকুরীর ব্যবস্থা এবং বেকার
ভাতা চালু করার দাবি জানান।
Leave a Reply